ফরিদপুর প্রতিনিধি :বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুই এর বিচারক শেখ মো. নাজমুল আলম  স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন। এছাড়া চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মোকদ্দেস মৃধা ও কবির মৃধা।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা,  জালাল মৃধা।

আদালত সূত্র জানিয়েছে, ২০০৫ সালের ১৫ জুলাই জেলার বোয়ালমারী উপজেলার আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করে স্বামী মোকাদ্দেস মৃধা ও শ্বশুর বাড়ির লোকজন।

ঐদিনই বোয়ালমারী থানায় লিপি বেগমের বাবা আকমল মৃধা বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার শুনানি ও যুক্তিতর্ক উপস্থান শেষে আজ এই রায় ঘোষণা করে আদালত।

রায় ঘোষণার সময় কবির মৃধা ব্যতীত মামলার অন্য আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


(ওএস/এসসি/জুলাই৩০,২০১৫)