বাগেরহাট প্রতিনিধি :ঘূর্ণিঝড়ের কোমেন মোকাবেলায় সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাটের প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় বাতিল করা হয়েছে জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। বন্ধ করে দেয়া হয়েছে জেলার অভ্যন্তরিন ও ঢাকাগামী সব ধরনের লঞ্চসহ নৌচলাচল।

জেলার ২০৭টি সাইক্লোন সেল্টার খুলে দেয়ায় ভোর থেকে সেখানে অতংকিত হাজার-হাজার মানুষ আশ্রয় নিচ্ছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১১ টায় সভা শেষে মো. শফিকুল ইসলাম বলেন, সার্বক্ষনিক দুর্যোগ প্রস্তুতি মনিটরিং এর জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি কন্ট্রল রুম খোলা হয়েছে। মাইকিং করে জেলা উপকূলীয় উপজেলা শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মংলা এলাকায় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। প্রতিটি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে একাধিক মেটিকেল টিম ও সেচ্ছ্বাসেবকদের। এছাড়া উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।

(একে/এসসি/জুলাই৩০,২০১৫)