গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কলেজ ছাত্র রাজু শেখ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন করে। ব্যানার, ফেস্টুন ও প্ল¬াকার্ড নিয়ে নিহতের স্বজন, সহপাঠি ও এলাকাবাসী এ কর্মসূচীতে যোগ দেয়।

গত ১৭ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্ক থেকে রাজু শেখের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু শেখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির জন্য ঢাকার একটি কোচিং সেন্টারে কোচিং করছিল। ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে সে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর গ্রামে আসে। ঈদের ২দিন আগে সে একই গ্রামের বন্ধু শিমুলের বাড়িতে বেড়াতে যায়। পরের দিন দুপুরে দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্কের মুখ খোলা দেখতে পেয়ে নিহতের চাচা মিটু শেখ সেখানে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


(এমএইচএম/এসসি/জুলাই৩০,২০১৫)