গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে কাশিয়ানীতে স্কুল শিক্ষিকা শিপ্রা রানী বাইন (৩০) হত্যাকান্ডের ৭ মাস পর পলাতক আসামী সৎ ছেলে বাঁধন বাইন (১৪) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জানান, হত্যা মামলার পলাতক আসামী বাঁধন ভারতে পালিয়ে থাকার পর গোপালগঞ্জে আসছে এমন গোপন সংবাদ পায় মামলার বাদী ও এলাকাবাসী।

পরে ওই স্থানে অবস্থান নিয়ে বাদীর সহায়তায় এলাকাবাসী বাঁধনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ হত্যাকান্ডের পর বাঁধন দীর্ঘ সাত মাস ভারতে পালিয়ে ছিল।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের সচিব ব্রজেন্দ্রনাথ বাইনের স্ত্রী শিপ্রা রানী বাইনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সৎ ছেলে বাঁধন বাইন। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপ্রা রানী।

(এমএইচএম/এলপিবি/জুলাই ৩০, ২০১৫)