গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকরীর প্রলোভন দিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুক্তভোগীরা মানব বন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মোটা অংকের টাকার বিনিময়ে চাকরী প্রত্যাশীরা স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনকারীরা জানায়, গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোডের বে-সরকারী উন্নয়ন সংস্থা সাউদার্ণ গণ-উন্নয়ন সমিতি (এসজিএস) -এর নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন দিলু বিগত ২০১২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এইচআইভি ও ভিজিডি প্রকল্পে চাকরি প্রলোভন দিয়ে ৭০ জন চাকরী প্রত্যাশীর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন।

চাকরী প্রত্যাশীরা গোপালগঞ্জ রূপালী ব্যাংক হতে রূপালী ব্যাংক শ্যামলী শাখা, ঢাকা তার ব্যক্তিগত একাউন্ট নং ০০০০১০০১৩১২৫৬ তে টিটির মাধ্যমে এবং বিভিন্ন সময় নগদ প্রদান করেন। এছাড়া তার স্ত্রী শেখ নাজনীন দেলোয়ার গোপালগঞ্জ অফিসে এসে অনেক চাকরী প্রত্যাশীর কাছ থেকেও নগদ অর্থ নিয়েছেন।

কিন্তু, দীর্ঘ দিন অতিবাহিত হলেও তাদের চাকরী দেয়াতো হয়ইনি, উপরোন্তু তাদের টাকাও ফেরৎ দেয়া হয়নি। এসব ভুক্তভোগীরা তাদের টাকা ফেরতের পাশাপাশি ওই নির্বাহী পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

(এমএইচএম/এসসি/জুলাই৩০,২০১৫)