গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আনিচ কাজী (৩০) নামে এক ভ্যান চালককে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফকিরহাট নামকস্থানে তার মৃত্যু হয়।

গতকাল বুধবার গভীর রাতে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় টুঙ্গীপাড়া সদরের সাবু শেখের বাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত আনিচ কাজী টুঙ্গীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কেড়াইলকুপা এলাকার আফসার উদ্দিন কাজীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক সাহিদুল ইসলাম ভ্যান ক্রেতা রফিকুল ইসলামের বড় ভাই।

টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদুল হক জানিয়েছেন, সম্প্রতি আনিচ কাজী তার নিজের ভ্যানটি ২০ হাজার টাকায় টুঙ্গীপাড়ার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ক্রেতা নগদ ১৬ হাজার টাকা পরিশোধ করেন এবং ৪ হাজার টাকা বকেয়া রাখেন। এই বাকী টাকা না দেয়ার জন্য তিনি নানা টালবাহনা করছিলেন।

গত বুধবার রাত ৯ টার দিকে আনিচ কাজী পাওনা টাকা আনতে রফিকুলের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ফিরতে দেরী হওয়ায় তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুজির পর ওই স্থানে মুখে বিষ ও হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গীপাড়া হাসপাতাল ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আজ বৃহস্পতিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এমএইচএম/এসসি/জুলাই৩০,২০১৫)