গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়কালে ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের চান মিয়া খার ছেলে গুলিবিদ্ধ সাদ্দাম খা(২৫), মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের আমির তালুকদারের ছেলে গুলিবিদ্ধ লিয়াকত তালুকদার(২৮), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদি গ্রামের জলিল মোল্যার ছেলে সরোয়ার মোল্যা(৪২) এবং একই উপজেলার নুর শেখের ছেলে শাহাজান শেখ(২৭)। আহত ডাকাতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুমন আইচ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর ব্রীজের কাছে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে ২ ডাকাত সদস্য পায়ে গুলি বিদ্ধসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। অন্যরা এসময় পালিয়ে যায়। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

(এমএইচএম/এলপিবি/জুলাই ৩১, ২০১৫)