বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের আশঙ্কা কাটিয়ে দু’দিন পর জাহাজে আমদানী-রপ্তানী পন্য ওঠা-নামার কাজ শুরু হয়েয়ে। শনিবার সকালের পালা থেকে বন্দর জেটিতে জাহাজে আমদানী-রপ্তানী পন্য ওঠা-নামার কাজ শুরু হয়।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম মোক্তাদির জানান, ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত জরির পর বন্দরে আবারো কাজ শুরু করতে নির্দেশনা দেয়া হয়। বন্দরে অবস্থান করা জাহাজ গুলোতে কাজ শুরুর জন্য প্রস্তুতি নেয়া হয়। তবে বৃষ্টিপাতের কারণে মংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোর হ্যাচ খুলতে না পারায় পন্য ওঠানামা (খালাস) বন্ধ থাকে। শনিবার সকালে বৃষ্টির ফাকে ফাকে বন্দরের পন্য ওঠানামার কাজ চলে।

(একে/অ/আগস্ট ০১, ২০১৫)