গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের চাঞ্চল্যকর স্কুল ছাত্র শাহিন হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ গ্রেফতারের কথা জানানো হয়। পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম এমরান হোসেন এসব তথ্য জানান। এ সময়ে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হল শাহিন হত্যাকান্ডের সাথে সরাসারিভাবে জড়িত নিহতের আপন চাচাতো ভাই রবিউল মোল্লা (২৭), শরিফুল মোল্লা (২৪) ও আরিফুল মোল্লা (২১)। এদেরকে চট্রগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে ঢাকার ডিবি পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। এর আগে মামলার আসামী তাদের মা শেফালী বেগম (৪৮)কে পুলিশ গ্রেফতার করে। গত ২০ জুলাই নিহতের ভাই তুহিন মোল্লা বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ ৫জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য, আপন চাচাতো বোনের সাথে প্রেম করার অপরাধে ঈদের দিন রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামে শাহিন মোল্লা (১৮) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়। একই অভিযোগে শাহিনের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শওকত আকবর মোল্লাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। নিহত শাহিনের দুটি চোখ উৎপাঠন, দুইটি হাত ও লিঙ্গ কেটে ফেলা হয়। তাদেরকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে ওই দিন রাতেই শাহিন মারা যায়।

(এমএইচএম/অ/আগস্ট ০১, ২০১৫)