বরগুনা প্রতিনিধি : স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন রোজী (২৬) নামে এক গৃহবধূ।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সবাইকে বরগুনা জেনারেল হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে সেখানে মৃত্যু হয় শিশু তায়িবা (৩) ও মৌমির (৫)।

গুরুতর অবস্থায় রোজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটায় তার মৃত্যু হয়।

মৃত দুই শিশুর বাবার নাম রোমান পঞ্চায়েত। তিনি লেমুয়া পঞ্চায়েত বাড়ির সুনু পঞ্চায়েতের ছেলে। ঘটনার সময় রোমান পঞ্চায়েত বাড়ির বাইরে ছিলেন।

গৃহকর্মী হারুন জানান, বেশ কয়েকদিন ধরে রোজী বিড়াল মারার জন্য স্বামী রোমানকে বাসুডিন (ওষুধ) আনতে বলেন। স্বামী না এনে দেওয়ায় শুক্রবার সকালে তিনি (৩০) বাজার থেকে বাসুডিন এনে দেন। শনিবার রাতে তিনি (রোজী) আমাকে চানাচুর আনতে বাজারে পাঠান।

পরে দোকান থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পাই ও ভেতরে শিশুদের কান্না শুনতে পাই। এ সময় জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি, দুই শিশুকে বিষপান করিয়ে রোজী নিজেও বিষপান করেছেন।

দ্রুত তাদের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টার দিকে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম। তিনি বলেন, ঘটনার যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এএস/আগস্ট ০২, ২০১৫)