গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রবিবার গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘মৎস্য চাষে প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিক উদ্দিন। তিনি জানান, স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান ৪র্থ। রেনু পোনা উৎপাদনে ময়মনসিংহ এগিয়ে রয়েছে। গৌরীপুর মৎস্য চাষের প্রতিবছর পদক প্রাপ্তির গৌরব অর্জন করেছে।

সভায় আরও বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সম্পাদক এইচএম খায়রুল বাসার, রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, সাংবাদিক তিলক রায় টুলু, মশিউর রহমান কাউছার, শেখ বিপ্লব, হুমায়ুন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমীন, নবকল্যাণের আবুল কালাম আজাদ প্রমুখ।

(এসআইএম/এলপিবি/আগস্ট ২, ২০১৫)