গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবদানের কারণে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তিনি ২০১৩-১৪ অর্থ বছরের তথ্য সেবায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আজ রবিবার হান্নান শেখ তার কার্যালয়ে বসে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। এ সময় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য আউয়াল শেখ বলেন, আমাদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে কাজ করে আসছেন। এছাড়া প্রতি বছর নিজ অর্থে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছেন।

হান্নান শেখ বলেন, আমি যতদিন চেয়ারম্যান থাকবো ততদিন এই ইউনিয়নে জনগণের শিক্ষা ও স্বাস্থ্যসহ উন্নয়নমূলক কাজ করে যাব।

(এমএইচএম/এএস/আগস্ট ০২, ২০১৫)