বরগুনা প্রতিনিধি : বাংলাদেশি জল সীমায় অনুপ্রবেশের দায়ে মাছ ধরা ৩টি ভারতীয় ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার দুপুরের দিকে বঙ্গোপসাগরে কলাগাছিয়া পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিনের নেতৃত্বে আটক ৩টি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের কলাগাছিয়া পয়েন্ট থেকে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছে। তবে এখন পর্যন্ত আটক ট্রলারের নাম জানা যায়নি।

ট্রলার ও জেলে আটকের বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ভারতীয় ট্রলার বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল, এ সময় নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে আটক করে।

অভিযানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার সালাহ উদ্দিনের মোবাইল ফোনে কল করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০১৫)