ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভোটার তালিকা হালনাগাদ করন কার্যক্রমের পূর্বের দেওয়া তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বের ঘোষিত ১৬ আগষ্টের পরিবর্তে আগামী ৬ আগষ্ট থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দীন আহম্মেদ বলেন, আগামী ১৬ আগষ্ট হতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত সেটা এগিয়ে ৬ আগষ্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে।

২১ আগষ্ট পর্যন্ত ৮ টি ইউনিয়নে নির্বাচন অফিসের প্রতিনিধিরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবে। এতে ২০০০ ইং সালের ১ জানুয়ারি পর্যন্ত যে সকল নারী-পুরুষ জম্ম নিয়েছে তারা সবাই ভোটার হতে পারবেন। সে ক্ষেত্রে তথ্য যাচাই শেষে ভোটার হওয়ার যোগ্যদের ২৮ আগষ্ট হতে তথ্য স্লিপে উল্লেখিত নিধারিত তারিখে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে, আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধিত হতে হবে। তিনি আরো জানান, এ সময় মৃত ভোটারদের বিদ্যমান তালিকা থেকে বাদ দেওয়া হইবে। অন্য এলাকার ভোটাররা সালথা এলাকায় ভোটার স্থানান্তর করতে চাইলে উপজেলা নির্বাচন অফিসে এসে আবেদন করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নির্বাচন অফিস সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

(এসডি/পি/অাগস্ট ০৩, ২০১৫)