বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে অবৈধ্য অনুপ্রবেশ করে মাছ শিকারের আপরাধে ৩টি ফিশিং ট্রলারসহ আটক ৪২ ভারতীয় জেলেকে মঙ্গলবার বিকালে বাগেরহাট কারাগারে পাঠানো করা হয়েছে। ৩টি ফিশিং ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের সকালে মংলা নৌঘাটি থেকে মংলা থানায় সোপর্দ করা হয়। মংলা থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে নিয়মিত টহল দেয়ার সময় নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া সোমবার সকালে বাগেরহাটের সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়ার কাছে ৩টি ভারতীয় ট্রলারকে ফিশিং করতে দেখে।

এসময়ে অবৈধ্য অনুপ্রবেশকারী ৩টি ভারতীয় ফিশিং ট্রলারকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া চ্যালেঞ্জ করলে তারা পালাবার চেষ্টা করে। তখন অভিযান চালিয়ে ভারতীয় ৪২ জেলেসহ ৩টি ফিশিং ট্রলার আটক করা হয়।

৩টি ফিশিং ট্রলারসহ আটক ৪২ ভারতীয় জেলেকে মঙ্গলবার সকালে বাগেরহাটের বিএনএস মংলা নৌঘাটির পক্ষ থেকে মংলা থানায় সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জলসীমার অভ্যন্তরে অবৈধ্য অনুপ্রবেশ ও মাছ শিকারের আপরাধে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। আটক এসব জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে মংলা থানার ওসি জানান।

(একে/এএস/আগস্ট ০৪, ২০১৫)