নড়াইল প্রতিনিধি : ‘সবুজেই গড়ি কলেজ ক্যাম্পাস’-এই স্লোগানে নড়াইলের আমাদা আদর্শ কলেজে দুইদিনব্যাপী বৃক্ষরোপন করা হয়েছে। আজ মঙ্গলবার ও গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে মেহগনি, রেইনট্রি, আমড়া, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আশরাফুল ইসলাম, দুর্গা সরকার, ফরহাদ খান, বিভাষ কুমার, প্রকাশ পাঠক, নাহিদুল ইসলামসহ কলেজ শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, আমরা ক্যাম্পাসকে সুবজ-শ্যামলে ভরে তুলতে বৃক্ষরোপন করেছি।

আগামিতেও বৃক্ষরোপন অভিযান অব্যাহত থাকবে। দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী জাকিয়া তাজিন অন্তর, তানিয়া খানম ও আজমল জানান, সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে তারা বৃক্ষরোপন করেছেন। ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। শান্তা খানম, আফসানা, সীমা, মাকছুরা, ফাতেমা, মাছুম খান, রিপন, দুখু, জেসমিন, সাথী, পায়েলসহ অন্য শিক্ষার্থীরা বলেন, গাছই আমাদের অকৃত্রিম বন্ধু। তাই আমরা বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেছি।

(টিএআর/এএস/আগস্ট ০৪, ২০১৫)