সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির কল্যানপুরে র‌্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাকিরুল ইসলাম জাক্কু ও ফরিদুল ইসলামকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১৮টি তাজা ককটেল, ১২ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৮টি সর্টগানের কার্টুজ, ২ কেজি বিস্ফোরক, ২টি রামদা, ১টি ডেগার, ১টি চোরাই মোটর সাইকেল, ১টি হ্যান্ডকাপ, মোবাইল সহ নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জাক্কু যুবলীগ নেতা জুয়েল হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৬টি মামলার আসামী এবং ফরিদুল ৮টি হত্যা ও সন্ত্রাসী মামলার আসামী।

র‌্যাব-১২ পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিুন খান জানান, আটককৃত শীর্ষ সন্ত্রাসী মঙ্গলবার ভোর রাতে কল্যানপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাবের এএসপি হাসিবুল আলমের নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী জাকিরুল ইসলাম জাক্কু ও ফরিদুল ইসলামকে উল্লেখিত বিপুল পরিমান অস্ত্র-সস্ত্র এবং গোলাবারুদ সহ আটক করে। এসময় তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আটক জাক্কু বেলকুচি উপজেলার স্থানীয় ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং ফরিদুল সদস্য। তারা দুজনেই মাদক ব্যবসার সাথেও জড়িত বলে জানান র‌্যাব।

(এসএস/পি/অাগস্ট ০৪, ২০১৫)