নড়াইল প্রতিনিধি : মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ, ইজিবাইক চালকদের ওপর বাস-মিনিবাস মালিক সমিতির সন্ত্রাসীদের হামলার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে নড়াইলে ধর্মঘট পালন করছেন ৩ চাকা বাহনের মালিক ও শ্রমিকরা।

বুধবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্তু জেলার সব সড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, জেএসএসহ তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি লায়েব মোল্যা। এদিকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিকরা।

(টিএআর/পি/অাগস্ট ০৫, ২০১৫)