লাকসাম প্রতিনিধি : লাকসাম প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় পত্রিকার লাকসাম সংবাদদাতা চন্দন সাহা’র দিদিমা ও বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন সাহা’র শ্বাশুরি পারুল বালা সাহা (৯০) গত রবিবার (২/৮/২০১৫) ভোর পাঁচটার দিকে শহরের পশ্চিমগাঁও ওনার কনিষ্ঠ ছেলের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন।

তিনি ষ্ট্রোক করার পর দীর্ঘ সাড়ে তিন মাস ধরে অসুস্থ ছিলেন। ওই দিন বিকেলে লাকসাম কেন্দ্রীয় মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

(সিএস/পি/অাগস্ট ০৫, ২০১৫)