গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ অভিযান চালিয়ে রেজাউল করিম নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী।

কাশিয়ানী থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, রেজাউল দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় বিভিন্ন অপরাধ মুলক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে ছিল। গতকাল বুধবার রাতে গোপনে জয়নগর বাজার এলাকায় আত্মীয় বাড়িতে আসে। পুলিশ এই খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরো বলেন, রেজাউলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


(এমএইচএম/এসসি/আগষ্ট০৬,২০১৫)