গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জের ধরে শারমিন সুলতানা (১৯) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক কলেজ ছাত্রীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কাশিয়ানী এমএ খালেক ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী এমএ খালেক ডিগ্রী কলেজে ক্যাস্পাসে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানবন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কলেজের ভিপি আজাদ মৃধা, জিএস ইমদাদুল হক স্বপন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মোর্শেদ আলম, আল মামুন শাওন প্রমুখ।

এ সময় বক্তারা, শারমিন সুলতানার হত্যাকারী নৌবাহিনীর সদস্য স্বামী সজিবুজ্জামান জনি ও পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ৭ মাসের অন্তঃসত্ত্বা শারমিন সুলতানাকে হত্যা করে নৌবাহিনীর সদস্য স্বামী সজিবুজ্জামান জনি ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় শ্বাশুড়ী পারুলকে আটক করলেও স্বামী পলাতক রয়েছে।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ৬, ২০১৫)