গোপালগঞ্জ প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন,  শিশু নির্যাতনকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, একক ভাবে কারো পক্ষে এ কাজগুলো করা সম্ভব না, এর সাথে জনগনের সম্পৃক্ততা প্রয়োজন।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার কাজগুলো একটু ধীরগতি হওয়ায় অনেকে বিচার পাওয়া নিয়ে আশংকা করেন এমন মন্তব্য করে তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, ওই সব ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সভা করেছি। বিচার কার্যক্রম যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, দেশে ভালো মানুষের সংখ্যাই বেশী। গুটি কয়েক খরাপ মানুষ যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মহিউদ্দীন আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ফজলুল করিম, টঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশসহ আওয়ামীলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ৬, ২০১৫)