গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা-বোনারপাড়ার একমাত্র সড়কটি অপ্রশস্ত হওয়ায় প্রতিনিয়ত চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে লোকজনকে।

হাসপাতালে রোগী নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেক যানবাহনে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বোনারপাড়া থেকে সাঘাটা হাসপাতালে যাওয়ার ৮ কিঃমিঃ এ সড়কটি দিয়ে একটি ট্রাক কিংবা বড় যান ঢুকে পড়লে অন্য কোন যানবাহন চলাচল করতে পারে না। আর দুর্ঘটনা তো লেগেই আছে। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলছে। একটি যানবাহন অন্যটিকে পাশ দিতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটছে।

গত ১ মাসে অন্ততপক্ষে ৩০টি দুর্ঘটনায় হাত-পা হারিয়েছে ৫জন। গুরুতর আহত হয়েছে ২০ জন।

বৃহস্পতিবার ওই সড়কের কাজীপাড়ার পার্শ্বে একসঙ্গে ২টি ট্রাক পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সড়কটি প্রশস্তকরণ ও মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

(আরআই/এলপিবি/আগস্ট ৬, ২০১৫)