নওগাঁ প্রতিনিধি : বুধবার রাতে শহরের মাংসহাটির মোড় থেকে ভূয়া দুই এনএসআই অফিসার কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জেলার আত্রাই উপজেলার জয় এনায়েতপুর গ্রামের মৃত মানিকের পুত্র চাঁন ওরফে ধলা(২৮) এবং একই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র সেন্টু প্রামানিক(২৫)। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে নওগাঁ শহরের মাংসহাটির মোড়ে অবস্থিত বনরাজ হেকিমি ঔষধালয়ের স্বত্বাধিকারী গোলাম রহমানের কাছে ৪ যুবক নিজেদের এনএসআইয়ের অফিসার পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় স্থানীয়রা তাদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দু’ই জনের পরিচয় পত্র দেখতে চাইলে তারা পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হয়। পুলিশ তাদের ২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের সহযোগী ২জন পালিয়ে যায়। এ বিষয়ে বনরাজ হেকিমি ঔষধালয়ের স্বত্বাধিকারী গোলাম রহমান বাদি হয়ে ৪জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেছেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(বিএম/পি/অাগস্ট ০৬, ২০১৫)