লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৩০ লিটার চোলাই মদসহ এনামুল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মদ বিক্রয় সময় পৌর শহর থেকে তাকে আটক করা হয়েছে।

এনামুল হবিগঞ্জ জেলার চুনারঘাট এলাকার নানু মিয়ার ছেলে।

রায়পুর থানার অফিসা ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, এনামুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


(এমআরএস/এসসি/আগষ্ট০৮,২০১৫)