বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলের মাঝেরকেল্লা এলাকায় বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া একটি ফিশিং ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেদের দুবলার চরে কোস্টগার্ডে স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মংলা কোস্টগার্ড পশ্চিম জেনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এএম রাহাতুজ্জামান বিএন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার চর উপকূল থেকে ৪ কিলোমিটার গভীরে মাঝেরকেল্লা এলাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ১৭ জেলেসহ ডুবে যায় এমভি মায়ের দোয়া- ৩ নামের একটি ফিশিং ট্রলার।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি স্টেশন দুবলার চরে এখবর পৌছালে দ্রুত উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড সদস্যরা। স্টেশন কমান্ডার এম কামরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌছে বঙ্গাপসাগরে ভাসতে থাকা ১৭ জেরেকে উদ্ধার ও নিমজ্জিত ফিশিং ট্রলারটিকে টেনে চরে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত ১৭ জেলেকে দুবলার চরে কোস্টগার্ডে স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের শুক্রবার সকালে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায় বলে কোস্টগার্ড জানায়।

(একে/এএস/আগস্ট ০৭, ২০১৫)