গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এবারও হাজী লাল মিয়া সিটি কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এ কলেজের পাশের হার শতকরা ৯৪.৪৪ ভাগ।

জিপিএ-৫ পেয়েছে ২১ জন এবং এ পেয়েছে ৩৯০ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ১৩ জন, ব্যবসায় শিক্ষায় ৭ জন ও বিজ্ঞান বিভাগ বিভাগে ১ জন জিপিএ-৫ পেয়েছে। এ কলেজ থেকে ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষার্থীয় অংশ নেন। এর মধ্যে ৩৮ জন অকৃতকার্য ও ৫ জন অনুপস্থিত ছিল।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ১৫৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬০১ জন কৃতকার্য হয়েছে। শতকরা পাশের হার ৩৮.৪০ ভাগ। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি কলেজ থেকে শতকরা ৩৪.৪৯ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

শহরের অন্যতম বিদ্যাপিঠ হাজী লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস ফলাফলে কলেজটি ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে মন্তব্য করে বলেন, এ কলেজটি বরাবর জেলার মধ্যে প্রথম হয়ে আসছে। সারাদেশে ফলাফল বিপর্যয় ঘটলেও তাদের শিক্ষার্থীরা ভাল করেছেন। আগামীতে ফলাফল যাতে আরো ভাল করা যায় সে চেষ্টা তাদের অব্যাহত থাকবে।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ৯, ২০১৫)