জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের সুলতানপুর ইউপির পশ্চিম মজলি, হালঘাট, সকড়া, এলংজুরি, মাজবন্দ, সুবহানপুরে র্দীঘ দুই বছর আগে বিদ্যুতের খাম্বা ও লাইন টেনে সংযোগ না দেয়ায় এলাকাবাসী রবিবার সকালে হালঘাট হাজী নসিব আলী মাদ্রাসা মাঠে প্রতিবাদ সভা করেছে। সমাজসেবী সাইফ উদ্দিন হিরার সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতানপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার মেম্বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রউফের, ইউপি আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, মোশারফ হোসেন সরফ, ইসহাক আলী, আতাউর রহমান, বিএনপি নেতা আব্দুল বাসিত। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল আহমদ, আবুল খায়ের, আব্দুন নূর, ইসমাঈল হোসেন, শিহাব উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, সরকারের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২ বছর পূর্বে ৬ কিলোমিটারে বিদ্যুতের খাম্বা ও লাইন টেনে প্রায় ৫০০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে না। যার ফলে একদিকে যেমন গ্রাহকরা বিদ্যুত বঞ্চিত রয়েছে। অপরদিকে সরকারের প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম নষ্ট হচ্ছে। এদিকে প্রতিবাদ সভা শেষে ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে এলাকাবাসী জকিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ডিজিএমের সাথে দেখা করে ক্ষোভ প্রকাশ করেন। পরে ডিজিএম মোস্তাফা কামাল অফিসের ইন্সেপেক্টর আবু রায়হানকে সরেজমিন তদন্তে পাঠিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

(এসপি/পি/অাগস্ট ০৯, ২০১৫)