পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর চরপাড়ায় বজ্রপাতে আমিন উদ্দিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিন উদ্দিন একই এলাকার আজাহার সিকদারের ছেলে।

স্থানীয় রাজ্জাক শিকদার জানান, দুপুরে বৃষ্টির মধ্যে গোপালপুর চরপাড়া মাঠে কাজ করছিলেন আমিন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/আগস্ট ১১, ২০১৫)