বাগেরহাট প্রতিনিধি : মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে দুটি তক্ষক উদ্ধার করেছে। পাচারের উদ্দ্যেশে রাখা এই দুটি তক্ষকের বাজার মূল্য ১০ কোটি টাকা বলে কোস্টগার্ড জানায়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট এএম রাহাতুজ্জামান, (এক্স) বিএন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মংলা ইপিজেড এলাকা থেকে পাচারের উদেশ্যে রাখা ১টি ও খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকা থেকে অপর একটি তক্ষক উদ্ধার করা হয়। পাচারকারীদের কাছে এ দুটি তক্ষকের বাজার মূল্য ১০ কোটি টাকা বলে কোস্টগার্ডে এই কর্মকর্তা জানান।

উদ্ধারকৃত তক্ষক দুটি দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে।

(একে/এএস/আগস্ট ১১, ২০১৫)