গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদ নামে একটি ভূয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুলফিকার হোসাইন মুন্না (৩৫) কে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

কোটালীপাড়া থানার এসআই ফরিদ হোসেন বলেন, জাতীয় শোক দিবসের দিনে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদ কোটালীপাড়া উপজেলার হাসুয়া গ্রামে কেন্দ্রীয় অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের আমন্ত্রপত্র বিলি করার সময় স্থানীয় জনতা সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার হোসাইন মুন্নাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার কাছ থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল, পুলিশ বাহিনীর একটি টেলিফোন ইনডেক্স, বিভিন্ন ধরনের সিল, ডি-টিভি’র স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্নু বলেন, বঙ্গবন্ধুর নামে ভূয়া সংগঠন তৈরি করে যারা জাতীয় শোক দিবসের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শিব্বির হোসাইন শিব্বির বলেন, আমাদের সংগঠনটি ভূয়া নয়। পুলিশ আমার সংগঠনের সাধারণ সম্পাদককে বে-আইনি ভাবে আটক করেছে। আটক মুন্না আমার আপন ছোট ভাই।

আটককৃত ওই নেতা কোটালীপাড়া উপজেলার হাসুয়া গ্রামের মাওলানা কাজী আব্দুল মান্নানের ছেলে।

(এমএইচএম/এএস/আগস্ট ১১, ২০১৫)