বাগেরহাট প্রতিনিধি  :  জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট জেলা তাঁতীলীগ আলোচনা সভা, রক্তদান কর্মসুচি ও শোক র‌্যালি করেছে।বৃহস্পতিবার দুপুরে জেলা তাঁতীলীগের এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীনা হাসিবুল হাসান শিপন, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সাবেক প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।

আালোচনা সভায় প্রধান অতিথি মীর শওকাত আলী বাদশা এমপি বলেন, স্বাধীনতার প্রতিটি আন্দোলন সংগ্রামের সাথে যে নেতার নাম সম্পৃক্ত তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বলিষ্ট নেতৃত্বে আমরা এককটি স্বাধীন দেশ পেয়েছি ,স্বাধীনতা বিরোধী কিছু ঘাতক তাকে নির্মম ভাবে হত্যা করে। সেই সব খুনী যারা এখনও পলাতক রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে ফাসি কার্যকর করলেই দেশ কলঙ্ক মক্তি হবে।

আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতীলীগ শোক র‌্যালী বের করে।

(একে/এএস/আগস্ট ১৩, ২০১৫)