গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও পলাতক খুনিদের দিশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই-র সাবেক সভাপতি ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহ্মদ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হূমায়ূন কবীর উপজেলা চেয়ারমান মুজিবুর রহমান হওলাদারসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মী ও শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ১৫ আগষ্টের কাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে বেঁচে যান। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। তিনি দ্রুত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

(এমএইচএম/এএস/আগস্ট ১৩, ২০১৫)