জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে জাতীয় শোক দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও শোক র‌্যালি করেছে।

কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান জীবনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা পংকজ রায় এবং ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জুনাইদ আহমদ জুনেদ, তানজিম শাহারিয়ার শাওন, জুবায়ের আহমদ জুবের প্রমুখ।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগ নেতা কাওসার আহমদ, ফরহাদ হোসেন, শিমুল, কাশেম, হাবিব, তাজেল, রুবেল, জাকারিয়া, মাহবুবুল জান্নাত, নাহিদ আহমদ, আলতাব আহমদ, মিনহাজ আহমদ, ইমরান আহমদ, আজহার আহমদ, রাব্বি প্রমুখ। সভার শুরুতে নেতৃবৃন্দ ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের ভূখন্ড। হত্যার মাধ্যমে কালো ইতিহাস রচনাকারীদের রক্ষা নাই। শেখ হাসিনার সরকারের মাধ্যমে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

(এসপি/এএস/আগস্ট ১৩, ২০১৫)