বাগেরহাটে প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে মুক্তিপনের দাবীতে অপহৃত ২ জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সন্ধায় মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের সিজি আউট পোষ্ট কচিখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কটকা এলাকায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলো, বরগুনা জেলার আমতলী উপজেলার নেফখালী গ্রামের আব্দুস সালাম তালুকদারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (২৪) ও একই এলাকার আনিছুর রহমানের ছেলে মোঃ জাহিদুল ইসলাম।

মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার অপারেশ›স লেঃ এএম রাহাতুুজ্জামান বলেন, ১০ আগষ্ট ২ জন জেলেকে মুক্তিপণের দাবিতে বনদস্যুরা অপহরণ করে। এখর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউট পোষ্ট কচিখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে ওই দুই জেলেকে উদ্ধার করে সিজি আউট পোষ্ট কচিখালীতে নিয়ে আসা হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে সিজি আউট পোস্ট পাথরঘাটার কাছে হস্তান্তর করা হয়েছে।

(একে/এএস/আগস্ট ১৪, ২০১৫)