আন্তর্জাতিক ডেস্ক :চীনের তিয়ানজিন শহরে রাসায়নিক গুদামে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এ তথ্য দিয়েছে। তিয়ানজিন বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে বুধবার রাতে শক্তিশালী জোড়া বিস্ফোরণ ঘটে। এতে সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ৭১ জনের অবস্থা সঙ্কটাপন্ন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্মরণকালের এই বড় শিল্প দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে দুই শতাধিক সৈন্যের একটি বিশেষজ্ঞ দল কারণ উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে। সামরিক বাহিনীর ওই বিশেষজ্ঞ দল প্রথমে বিস্ফোরণস্থলের আশপাশের বাতাসে রাসায়নিক বিষাক্ততা পরিমাপ করে দেখছেন।


(ওএস/এসসি/আগষ্ট১৫,২০১৫)