আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে একটি মাছ ধরার নৌকার খোলে প্রবেশ করা পানির মধ্যে আটকা পড়ে দম বন্ধ হয়ে ৪০ অভিবাসী মারা গেছেন। শনিবার ইতালীয় নৌবাহিনীর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

উদ্ধারকাজে অংশ নেয়া ইতালীয় নৌবাহিনীর জাহাজ থেকে কমান্ডার ক্যাপ্টেন মাসিমো তোজ্জি বলেছেন, অভিবাসীবাহী ঐ নৌকাটিতে উঠে নৌকার খোলের মৃতদের দেখা গেছে।

ইতালীয় উদ্ধার অভিযানের প্রধান অ্যাডমিরাল পিয়ারপাওলো লিবুফো ইতালীয় টেলিভিশনকে জানিয়েছেন, নৌকাটির ৩১২ জন জীবিত যাত্রীকে জাহাজে উঠিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ৪৫ জন নারী ও তিনটি শিশু রয়েছে।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে সাতজনের লাশ নৌবাহিনীর জাহাজটিতে তোলা হয়েছে, বাকি ৩০টির মতো লাশ এখনও নৌকার খোলের মধ্যে রয়েছে।

অভিবাসীবাহী মাছ ধরার নৌকাটি ভূমধ্যসাগরীয় ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

(ওএস/এসসি/এএস/আগস্ট ১৬,২০১৫)