আন্তর্জাতিক ডেস্ক : কোলকাতায় ভারতের প্রথম এবং একমাত্র মোম জাদুঘর মাদার্স ওয়াক্স মিউজিয়াম (Mother’s Wax Museum) এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে।

ভারত সফররত বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ শনিবার ১৫ আগস্ট পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (West Bengal Housing Infrastructure Development Corporation Ltd-WBHIDCO) এর চেয়ারম্যান দেবাশীষ সেন এর আমন্ত্রণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শুভযাত্রায় অংশগ্রহণ করেন।

ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার ১৪ আগস্ট প্রতিকৃতিটি স্থাপিত হয়।

ভারতের পশ্চিমবঙ্গ অংগরাজ্য সরকারের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোলকাতার উত্তর-পূর্বাংশে সল্টলেকের কোলঘেঁষে যে নূতন শহর গড়ে তুলছেন, গত বছর অর্থাৎ ২০১৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত মাদার্স ওয়াক্স মিউজিয়াম তার একটি গর্বস্থল।

লন্ডনের মাদাম তুশোর জাদুঘরের আদলে গড়ে তোলা এ জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, পরমহংস দেব, মান্না দে, মিঠুন চক্রবর্তী, জগদীশ চন্দ্র বসু, কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, কিশোর কুমার, লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন, দিয়াগো ম্যারাদোনা প্রমূখের সাথে যুক্ত হলো বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৫)