গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উদ্যোগে রবিবার মাদ্রাসার হলরুমে “বঙ্গবন্ধু ও মাদ্রাসা শিক্ষা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার গর্ভণিং বডি ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু।

গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিরুল মোমেনীনের সঞ্চালনায় বিষয়ের উপর আলোচনা করেন সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক, প্রভাষক মাহাবুব আহাম্মেদ, গোলাম মোস্তফা, মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক নূর ইসলাম, নিবাস চন্দ্র বর্মণ, সাব্বির ইসলাম অমিত, ছাত্র জায়শুল ইসলাম, মাহামুদুল হাসান। বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন।

(এসআইএম/এলপিবি/আগস্ট ১৬, ২০১৫)