আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদা।

রবিবার দুপুরে পাঞ্জাবের আটক জেলায় শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সৈয়দ এলাহি।

তিনি সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে খানজাদার মরদেহ উদ্ধার করে আটক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদসংস্থা ‘ডন’ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-জাংভি হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এ ঘটনায় খানজাদা ছাড়া আরও আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) হাজরো সৈয়দ শওকত শাহও রয়েছেন।

এছাড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে ১০ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক লোক এখনও চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৫)