আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট।

রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০মিনিটে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি ১০১১ ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটটি জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হয়।

এসময় সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম, কনসাল (হজ) আসাদুজ্জামান, সৌদি হজ মন্ত্রণালয় জেদ্দা অফিসের মহাপরিচালক আব্দুল্লাহ আল মারগালানি, সহ কনস্যুলেট ও সৌদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান মোশাররফ হোসেন।

এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১ হাজার ৭৫৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন মোট দুই হাজার ৬০০ জন। আর ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৫)