বাগেরহাট  প্রতিনিধি: ‘দিন বদলে বাংলাদেশ, ফলদ বৃক্ষে ভরবে দেশ’ এই স্লোগানে বাগেরহাটের কচুয়ায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফলজ বৃক্ষ মেলা।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটে কচুয়ায় মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। ৩ দিনব্যাপী এই মেলায় দেশী বিদেশী বিভিন্ন ফল ও ফলের চারা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মীর শওকাত আলী বাদশা বলেন, সবুজে ঘেরা আমাদের এই দেশ। ফলজ বৃক্ষ রোপন করলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে, তেমনি ফল পেয়ে মানুষ তার পুষ্টির চাহিদা মেটাতে পারবে। তাই সকলের উচিত বাড়ির আঙ্গিনাসহ খোলা জায়গায় বেশি পরিমানে ফলদ বৃক্ষ গাছ রোপন করা।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনোজিত কুমার মল্লিক, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা কৃষি অফিসার শাশ্বকি এদবর প্রমুখ। ফিতা কেটে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ৩ দিনব্যাপী এই মেলা আগামী ২০ আগষ্ট শেষ হবে।

(এমআরএস/এলপিবি/আগস্ট ১৮, ২০১৫)