আন্তর্জাতিক ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

 
 

স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথারের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন’র সঞ্চালনায় ও আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রসাফের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, সহ অর্থসম্পাদক কামাল বাঙ্গালী, সদস্য শাহজালাল ভুট্টো প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক প্রবীর সিকদার, শওকত মাহমুদসহ অন্যায়ভাবে আটক সব সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর থেকে কঠোরতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদ সভা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে বাংলাদেশে চলমান সব কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।
(ওএস/এএস/আগস্ট ১৯, ২০১৫)