তবুও তুমি আছো

(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত)

তুমি নেই বলে আজ
ভেতরের যন্ত্রগুলো যন্ত্রণার
কালো অন্ধকারে
আর বাহিরে নববধূর সাজে করেছি সাজ।
যখন আমাদের গ্রাস করেছিল
মরুময় পথের ক্লান্তি,
জল হয়ে দিয়েছিলে হৃদয়ে সুনিবিড় প্রশান্তি
সুখী সুন্দরের প্রত্যাশায়
জীবনকে বিলীন করে দিয় গেছো হায়!
সবার হৃদয়ে তুমি আজ প্রাণের রাজা।

মৃত্যু তোমাকে করেছে বরণ
দিয়ে গেছো নেতৃত্ব, দিয়ে গেছো
বুকের রক্ত তাজা।
সৎ সুন্দর সতীত্বকে দূরে ঠেলে
যৌবনে সুতীক্ষ্ণ সৌরচুল্লির মৌনতাকে
করে দিয়ে বেঁধেছিল ঘর,
ওদের জীবনে আজ উঠেছে ঝড়।

শোনো, ওহে প্রাণের রাজ
তোমাকে মৃত্যু পথিক বানাতে
যারা করেছিল এ কাজ
মৃতের রূপে ওরা আজ করেছে সাজ।
ওহে আমার প্রাণের রাজ
তুমি নেই বলে আজ
ভেতরের যন্ত্রগুলো যন্ত্রণার
কালো অন্ধকারে
আর বাহিরে নববধূর সাজে করেছি সাজ।