ফেনী প্রতিনিধি : ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে ফেনীর পরশুরাম-ফুলগাজী উপজেলায় গ্রামের পর গ্রাম নতুন করে প্লাবিত হতে শুরু করেছে।

শুক্রবার সকাল থেকে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ফুলগাজীর পূর্বগনিয়া মোড়া, নিলক্ষী, গোসাইপুর, করইয়া, কালিকাপুর, বদরপুর, নোয়াপাড়া ও বাসুদা গ্রাম।

এছাড়া সিলোনীয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার চিথলীয়া, সাতকুচিয়া, সলিয়া, রতনপুর ও দূর্ঘাপুর গ্রাম।

এরআগে পাহাড়ি ফলের পানিতে এই দুই উপজেলার আরো ৩০টি গ্রাম প্লাবিত হয়।

এদিকে, বাজার রক্ষা বাঁধ অতিক্রম করে পানি প্রবেশ করায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ফুলগাজী বাজারের ব্যবসায়ীরা। সেইসেঙ্গে দুর্ভোগ পোহাচ্ছেন প্লাবিত এলাকার মানুষজন।

জরুরিভাবে আগের প্লাবিত এলাকার অন্তত দুই হাজার পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছে ফুলগাজী উপজেলা পরিষদ।

ফুগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম বাংলানিউজকে জানায়, পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পানি না কমা পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রামাণিক জানান, মুহুরী-সিলোনিয়া নদীর বেড়ি বাঁধের ভাঙনকবলিত অংশগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

মুহুরী ও কহুয়া নদীর পানি শুক্রবার দুপুর পর্যন্ত বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও তিনি জানান।

(ওএস/এএস/আগস্ট ২১, ২০১৫)