দিনাজপুর প্রতিনিধি :ফরিদপুর জেলা প্রশাসক কতৃক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রানা দাশ গুপ্তকে দেয়া বেআইনী নোটিশ প্রত্যাহারের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুরে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতা কর্মীরা।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর শাখার উদ্যোগে প্রেসক্লাবের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে । সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংখ্যালুঘুদের সম্পতি আত্বসাত এবং দখলের জন্য মন্ত্রী, প্রশাসনকে দায়ী করে রানা দাশ গুপ্ত বক্তব্য প্রদান করায় ফরিদপুর জেলা প্রশাসক তাকে শো-কজ নোটিশ প্রদান করেন। এর প্রতিবাদে মানব বন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।

মানব বন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিধান চক্রবর্তী বাসু, দিনাজপুর শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশান্ত নারায়ন ঘোষ প্রমুখ।



(এজে/এসসি/আগস্ট২২,২০১৫)