পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: শনিবার দিবাগত রাত ২টায় বঙ্গোপসাগরে জেলে বহরে ডাকাতি সংগঠিত হয়েছে।

ডাকাত দল ৭ জেলে মাঝিকে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে গেছে। পাথরঘাটা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিনে পক্ষিদিয়ার কাছে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড এর ব্যবস্থা নেয়ার আশ্বাস।

ট্রলার মালিক মিসেস কবিতা রানী স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে সাগরে জাল পেতে ঘুমিয়ে থাকা জেলেদের উপর হঠাৎ হামলা চালায় ডাকাত দল। মারপিট করে বহরে থাকা সাত জেলে মাঝিকে মুক্তিপণের জন্য আপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায় এবং মাছ ধরার ট্রলার সমুহে থাকা জাল, ফুয়েল, ব্যাটারি ও মাছ ও তারা লুট করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে এফবি ভাই-বোন বোটের লিটন মাঝি, ফারুক ক্যাশিয়ারের মালিকানাধীন ট্রলারের খালেক মাঝি, রশিদ হাওলাদার (নিজেই মালিক ও মাঝি) মো. জাহাঙ্গির ফকিরের বোটের লালমিয়া মাঝি, কালাম মাঝি, সাইফুল ও দুলাল মিয়ার বোটের মো. জাকির মাঝি। তাদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ব্যাপরে ট্রলার মালিকগণ জানান, দুপুর পর্যন্ত কোন জলদস্যু বা বাহিনী মুক্তিপন দাবি করে ফোন করেনি।

কোস্টগার্ড পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ টেলিফোনে জানান, তিনি ডাকাতির সংবাদ শুনেছেন। সুন্দরবনে দায়িত্ব পালনরত কোস্টগার্ড ফোর্সকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

(এমএসআইকে/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)