মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচর উপজেলার পর এবার ‘কালা বাহিনী’ আতঙ্ক ছড়িয়েছে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার গ্রামগুলোতে। ফলে মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামে ‘কালা বাহিনী’ আতংক দেখা দিলে গ্রামবাসী রাত জেগে পাহারার দিচ্ছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, নদী বেষ্টিত গ্রামগুলোই বেশি আতংক রয়েছে। গ্রামবাসী অভিযোগ করে ট্রলার থামিয়ে ‘কালা বাহিনী’ হানা দিচ্ছে। অপরদিকে পুলিশ এই আতংককে গুজব বলছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কালা বাহিনী নামে একদল দুর্বৃত্ত কালো পোষাক ও কালো মুখোশ পড়ে বিভিন্ন গ্রামে প্রায়ই হানা দিচ্ছে। ডাকাতির আড়ালে তারা যুবতি মেয়ে ও গৃহবধুদের উপর নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এর সুনির্দিষ্টভাবে কোন সত্যতা পাওয়া যায়নি।

অপরদিকে মাদারীপুরে কালাবাহিনীর আতংক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডাকাত আতঙ্কে প্রথমে শিবচর উপজেলার নিলখী, দত্তপাড়া, শিরুয়াইল, বহেরাতলা, বাঁশকান্দি, ভান্ডারীকান্দি, শিবচর সদরে থাকলেও বর্তমানে সদর উপজেলার ধুরাইল, শিরখাড়া, শ্রীনদী, ঘুনসি, রাজৈর উপজেলার ইশিবপুর, শাখারপাড়, কবিরাজপুর, হোসেনপুর, হরিদাসদী, মহেন্দ্রদী ও ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে রয়েছে পড়েছে। এসব গ্রামের মানুষরা নির্ঘুম রাত কাটাচ্ছে। রাত জেগে তারা পাহারাও দিচ্ছে।

রাত ৯টার পরই খালি হয়ে যাচ্ছে এইসব গ্রামের হাট-বাজারগুলো। এ সকল এলাকার নারীরা বেশি আতঙ্কে রাত কাটাচ্ছে। কথিত এই কালা বাহিনী নারীদের উপর পাশবিক নির্যাতন করে বলে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে এমন গুজবের ঘটনা ফরিদপুর, গোপালগঞ্জে শোনা গিয়েছিলো। সম্প্রতি এই গুজবগুলো মাদারীপুরের বিভিন্ন গ্রামগুলোতে শোনা যাচ্ছে। এটি আসলে গুজব। এর কোন সত্যতা পাওয়া যায়নি। এসব গ্রামগুলোতে কমিউনিটি পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। সাথে সচেতনতা বাড়ানোর পরামর্শও দেয়া হয়েছে।

(এএসএ/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)