গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪টায় কাশিয়ানী উপজেলার কালনা ফেরীঘাট থেকে ফেন্সিডিলসহ এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : সোহাগ (২২), আসাবুর (২৪) ও রুবেল (২৫)। এদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আমাদের কাছে সংবাদ ছিল ৩ মাদক ব্যবসায়ী কালনা ফেরীঘাট হয়ে একটি প্রাইভেট কারে ফেন্সিডিল নিয়ে যশোর থেকে ঢাকা যাচ্ছিল। এই খবরের ভিত্তিতে কালনা ফেরি ঘাটে পুলিশ পাহারা বসানো হয়। গাড়ীটি ঘাটে আসার পর তল্লাশী চালিয়ে তিনশ তিরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিল বহনকারী প্রাইভেট কারটিসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

(এমএইচএম/পি/অাগস্ট ২৩, ২০১৫)