দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় বলেছেন, সুস্থ প্রতিভা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একজন খেলোয়াড় প্রথমে নিজের জেলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে পারে। ২৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে দিনাজপুর বড় মাঠে উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি দিনাজপুর সদর আয়োজিত জাতীয় স্কুল ও মাদ্রাসা (গ্রীষ্মকালিন) ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ উপজেলা পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।

খেলায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ণ রায় এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ বুনো বিশ্বাস, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ নেজামুল ইসলাম, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমসের আলী, মানিক পীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা জাহান রিতা, জমির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ প্রমুখ। শেষে প্রধান অতিথি সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী (চ্যাম্পিয়ন ও রানার্স আপ) খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।

(এসিজিএ/পি/অাগস্ট ২৫, ২০১৫)